এবার চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে আক্রমণ করলেন স্বরা ভাস্কর। বিবেক অগ্নিহোত্রীকে \'ধর্মান্ধ\' বলে আক্রমণ করেন স্বরা। মুসলিম সম্প্রদায়ের মানুষকে প্রকাশ্যে, সামাজিক মাধ্যমে বার বার হেনস্থা, আক্রমণ করছেন বিবেক। এভাবেও পরিচালককে পালটা একহাত নেন স্বরা।